• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

যে কৃতিত্ব কেবল সাকিবের


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১০:০৩ এএম
যে কৃতিত্ব কেবল সাকিবের

এবারের বিপিএল আসরে সাকিব আল হাসান আছেন দুর্দান্ত ফর্মে। তার দল ফরচুন বরিশালকে পৌঁছে দিয়েছেন শীর্ষ অবস্থানে, নিশ্চিত করেছেন প্লে-অফ। ব্যক্তিগত পারফরম্যান্সেও অনন্য রেকর্ড গড়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মিনিস্টারের বিপক্ষে বরিশালের ম্যাচে অনায়াসেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় বরিশাল। পাশাপাশি অনবদ্য পারফরম্যান্সে টানা ৫ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাকিব। 

সাকিব ২৯ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। পাশাপাশি ২১ রানের বিনিময়ে পান ১ উইকেট। এতে ম্যাচের সেরার পুরস্কারটাও ওঠে তার হাতে। টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে সাকিব একক রেকর্ডের মালিক হলেন। এই কীর্তি টি-টোয়েন্টিতে আর কেউ করতে পারেনি।

চার ম্যাচের সেরার পুরস্কার নিয়ে সাকিব এর আগে রেকর্ড ভাগাভাগি করেছেন ইংল্যান্ডের মার্কাস এডওয়ার্ড ট্রেসকোথিক, দক্ষিণ আফ্রিকার চার্ল কেনেথ ল্যাঙ্গেভেল্ট, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার এবং ভারতীয় বংশোদ্ভূত দিনেশ নাকরানির সাথে। টি-টোয়েন্টিতে টানা পাঁচ ম্যাচে সেরার কৃতিত্ব একমাত্র সাকিবের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!