বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলকে গত সোমবার (১৪ মার্চ) আশঙ্কাজনক ভাবে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। দ্বিতীয় দফায় টিউমার অপসারণের পরও জটিলতা দেখা দেয়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে আগের চেয়ে ভালো বোধ করছেন রুবেল।
বুধবার (১৬ মার্চ) দুপুরে এই ক্রিকেটারের স্ত্রী চৈতি জানান, যে অবস্থায় রুবেলকে হাসপাতালে আনা হয়েছিল, তার চেয়ে অবস্থার উন্নতি হয়েছে।
চৈতি গণমাধ্যমকে জানান, ‘মঙ্গলবার একটু নড়াচড়া করলেও কথা বলতে পারেননি রুবেল। আল্লাহর রহমতে আজ (বুধবার) অল্প কথা বলেছেন এবং রেসপন্সও ভালো করছেন। নাকে নলের সাহায্যে তাকে তরল খাবার খাওয়ানো হচ্ছে।"
চিকিৎসকরা আশাবাদী আগামী কাল অবস্থার আরও উন্নতি হবে। রুবেলকে শুক্রবার নাগাদ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করার সম্ভাবনা আছে।
এর আগে, গত বছরের অক্টোবরেও আইসিইউতে ভর্তি হতে হয় তাকে। তবে দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়ে কিছুটা শারীরিক উন্নতি হয়েছিল তার।
ব্রেইন টিউমারের কারণে দুই দফা অস্ত্রোপচার করতে হয় রুবেলের। প্রথম দফায় ভালো বোধ করলেও দ্বিতীয় দফায় ভারতের একটি হাসপাতালে টিউমার অপসারণ করেও সুস্থ হননি তিনি। বরং শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।