• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মেলবোর্নে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১১:৫৩ এএম
মেলবোর্নে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

এবারের অ্যাশেজকে সামনে রেখে দীর্ঘ প্রস্তুতি নিয়েছিল ইংল্যান্ড। সঙ্গে ছিল বছর ব্যাপী সাফল্যের ইতিহাস। কিন্তু জো রুটদের সমস্ত প্রস্তুতি অর্থহীন হয়ে গেল অস্ট্রেলিয়া গিয়ে। অস্ট্রেলিয়ানদের দাপটে উল্টো পুড়ে ছাই হয়ে গেল ইংলিশ দম্ভ। দুই টেস্ট বাকি থাকতেই এবারের অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই টেস্ট হারায় মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর বিকল্প ছিল না ইংল্যান্ডের সামনে। কিন্তু ঘুরে দাঁড়াবে কি, উল্টো বক্সিং ডের এই টেস্টটি ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারীরা। 

টস হেরে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ১৮৫ রান। এরপর অবশ্য অস্ট্রেলিয়াকে তারা গুড়িয়ে দেয় ২৬৭ রানে। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে দ্বিতীয়বার ব্যাট করতে নামতে হয়নি স্বাগতিকদের। ইনিংস ও ১৪ রানে জয়ে পেয়ে অ্যাশেজ জয়ের আনন্দে মাতেন প্যাট কামিন্সরা। 

ইংলিশদের দ্বিতীয় ইনিংসে ত্রাস ছড়ান মূলত স্কট বোল্যান্ড। অভিষিক্ত এই একাই ৬ উইকেট তুলে নিয়ে ইংলিশদের হার নিশ্চিত করেন। তরুণ এই তুর্কির সঙ্গে আলো ছড়ান অবশ্য অভিজ্ঞ মিচেল স্টার্ক। তিনি নিয়েছেন ৩ উইকেট। এছাড়া ক্যামেরন গ্রিন নিয়েছেন ১ উইকেট।

ইংলিশদের ছন্নছাড়া ব্যাটিংয়ে এবারও কিছুটা ব্যতিক্রম অধিনায়ক জো রুট। এই ইনিংসে তার ২৮ রানই দলের হয়ে সর্বোচ্চ ইনিংস। দুই অংকের ঘরে পৌঁছানো অন্য ব্যাটার হলেন বেন স্টোকস (১১)। 

বল হাতে আগুন ঝরানো বোল্যান্ড হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। 


 

খেলা বিভাগের আরো খবর

Link copied!