• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেসির ফ্লু, থাকবেন না মোনাকোর বিপক্ষে


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৯:৪২ এএম
মেসির ফ্লু, থাকবেন না মোনাকোর বিপক্ষে

লিওনেল মেসির সময়টা খুব একটা ভালো কাটছে না। অনেক গণমাধ্যমই জানান দিচ্ছে পিএসজিতে ভালো নেই এই আর্জেন্টাইন। দল ছিটকে গেছে চ্যাম্পিয়নস লিগ থেকে। এবার ফ্লুতে আক্রান্ত হয়ে ৪৮ ঘণ্টা মাঠের বাইরে বিশ্বের অন্যতম সেরা এই তারকা।

লিগ ওয়ানে রোববার (২০ মার্চ) মোনাকোর মাঠে খেলবে পিএসজি। পিএসজির ওয়েবসাইটে শনিবার এক বিবৃতিতে এই ম্যাচে মেসির না খেলার কথা জানানো হয়। জানা যায়, ফ্লুতে আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন তিনি। শুক্রবার ক্লাবের অনুশীলনেও তাকে দেখা যায়নি।

তবে মোনাকোর বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা না গেলেও জাতীয় দলে নিয়মিতই দেখা যাবে তাকে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে খেলার জন্য আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

লিগে পিএসজি অবশ্য শীর্ষ স্থানে আছে। ২৮ ম্যাচে ২০ জয় ও ৫ ড্রয়ে ৬৫ পয়েন্ট তাদের। মার্সেই ১৫ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে।

Link copied!