চলতি মাসের শুরুতে নিউজিল্যান্ডে শুরু হয়েছে আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপ। ভারত আজ নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছিল।
হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় ব্যাটার হারমনপ্রীত কৌর দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। এই মধ্য দিয়ে তিনি বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হলেন। টপকে গেলেন দলীয় অধিনায়ক মিতালি রাজ এবং ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানাকে।
মিডল অর্ডার ব্যাটার হারমনপ্রীতের শতকটি সাজানো ছিল ১০টি চার ও ২টি ছয়ে। ১০৭ বলে ১০৯ রান করেন তিনি। ৩৩ বছর বয়সী হারমনপ্রীত তার নামের সাথে তিনটি সেঞ্চুরি যোগ করে বিশ্বকাপে তার দুই সতীর্থকে পেছনে ফেলেছেন।
এই তারকা ব্যাটার তার প্রথম বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৩ সালে। তিনি ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১০৭* রান করেছিলেন। তার দ্বিতীয় শতকটি নারীদের ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়। ২০১৭ সালের বিশ্বকাপের সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারমনপ্রীত ১১৫ বলে অপরাজিত ১৭১* রান করে ভারতকে ফাইনালে পৌঁছে দেন। দল ৩৬ রানে জয়ের পাশাপাশি তিনি ম্যাচসেরাও নির্বাচিত হন।