• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

মাঠে বসে দেখা যাবে আফগানিস্তান সিরিজ


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৯:০৩ এএম
মাঠে বসে দেখা যাবে আফগানিস্তান সিরিজ

ক্রিকেট মাঠে চিরাচরিত দৃশ্য দর্শকদের উল্লাস। হৈ-হুল্লোড় ও আনন্দচিত্তে পছন্দের দলের জন্য শুভ কামনা জানায় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই দৃশ্য দেখা থেকে বঞ্চিত বাংলাদেশ ক্রিকেট। গত বছরের শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর করোনা ভাইরাস ওমিক্রন ধরনের প্রভাবে আবার বিধিনিষেধের কবলে পড়ে স্টেডিয়ামগুলো।

তবে আফগানিস্তান সিরিজ দিয়ে আবার মাঠে ফিরছে দর্শক। এই সিরিজে মাঠে দর্শকদের উপস্থিতি রাখার নিশ্চয়তা দিয়েছে বিসিবি। তবে কত শতাংশ টিকেট রাখা হবে, টিকেট বিক্রির প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিসিবির গণমাধ‍্যম ও যোগাযোগ কমিটির প্রধান তানভীর আহমেদ টিটো বলেন, “আমরা চাচ্ছি অন্তত ৫০ ভাগ দর্শক যেন থাকে। সরকার আমাদের যেভাবে বলেছে তাতে চট্টগ্রামে ৩ থেকে ৪ হাজার ও ঢাকায় অন্তত হাজার পাঁচেক দর্শক রাখার প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!