• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভ্যালেকানোর বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৯:২২ এএম
ভ্যালেকানোর বিপক্ষে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যাচ যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে মনে হচ্ছিল ড্র হতে চলেছে। কিন্তু তারকা ফরোয়ার্ড করিম বেনজেমার নৈপুণ্যে রায়ো ভ্যালেকানোর বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ।

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান রিয়ালের গোলের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। রিয়ালের দুর্দান্ত সব শট ঠেকিয়ে দেয় তিনি।

ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যে বেশ কয়েকবার আক্রমণে আসে রিয়াল। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের নৈপুণ্যে গোল পেতে ব্যর্থ হয় তারা।

ম্যাচের ৪০ মিনিটে বল জালে বল পাঠান ব্রাজিলিয়ান তারকা ক্যাসিমিরো। তবে তিনি অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। পাঁচ মিনিট পর গোলরক্ষককে একা পান বেনজেমা। কিন্তু গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তিনি।

ম্যাচের ৮৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। ফরাসি তারকা বেনজেমা চতুরতায় ফাঁকা জালে বল পাঠায়।

লিগে ২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৬০। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৫১ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

Link copied!