• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০২:৩৬ পিএম
ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজের অসহায় আত্মসমর্পণ

শনিবার (১২ মার্চ) হ্যামিল্টনে নারী বিশ্বকাপে মাঠে নেমেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ৮ উইকেটে ৩১৭ রানের সংগ্রহের জবাবে উইন্ডিজের মেয়েরা গুটিয়ে যায় ১৬২ রানে। ফলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় মিতালি রাজরা।

টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দুই ওপেনার বেশ ভালো শুরু করলেও মাঝে কিছুটা ছন্দপতন ঘটে। দলীয় ৭৮ রানে তিন উইকেটের পতন হলে ওপেনার স্মৃতি মান্ধানা ও মিডল অর্ডার ব্যাটার হারমনপ্রীত কৌর হাল ধরেন।

বাকি ব্যাটারদের উল্লেখযোগ্য কোনো অবদান না থাকলেও তাদের দুজনের নামের পাশে জ্বলজ্বল করছে দুইটি শতক। স্মৃতি ১১৯ বলে ১২৩ রান ও হারমনপ্রীত ১০৭ বলে ১০৯ রান করেন। ভারতের ইনিংস থামে ৩১৭ রানে, ৮ উইকেটের বিনিময়ে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ বেশ ভালো শুরু করে। দুই ওপেনার ডিনড্রা ডোথিন ও হেইলি ম্যাথুস জয়ের আশা দেখান। দলীয় শতরানে ডোথিন ৬২ রানে আউট হলেই দল খেই হারিয়ে ফেলে। এরপর উইন্ডিজের একের পর এক উইকেট পড়তে থাকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করেন আরেক ওপেনার ম্যাথুস (৪৩)। এছাড়া কেউই তেমন অবদান রাখতে পারেননি।

উইন্ডিজের ইনিংস থামে ৪০.৩ ওভারেই। সবকয়টি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৬২ রান। ফলে ভারতের জয় ১৫৫ রানে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!