• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২২, ০৩:০৬ পিএম
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

প্রায় দুই বছর টি-টোয়েন্টি ম্যাচ খেলছেন না বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

বোঝাই যাচ্ছে এই ফরম্যাটে তামিম আর খেলতে চাচ্ছেন না। তবে সংশয় ছিল। বোর্ড সভাপতির কথায় সে সংশয়ও কেটে গেছে।

বিপিএলে তামিম এবার খেলছেন মিনিস্টার ঢাকার পক্ষে৷ দল টানা হারলেও পরপর দুই ম্যাচেই অর্ধশতক প্রমাণ করে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো ফুরিয়ে যাননি তামিম। তাই আবারও প্রশ্ন উঠেছে তামিমের টি-টোয়েন্টি দলে ফেরার ব্যাপারে।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন তামিম নাকি বেশ কয়েকবার তাকে অনুরোধ করেছেন, তাকে যেন টি-টোয়েন্টি খেলার জন্য অনুরোধ করা না হয়।

পাপন বলেন, "তামিমের সাথে আমি কথা বলেছি। ওকে বলেছিলাম টি-টোয়েন্টিতে ফিরে আসার ব্যাপারে। ও আমাকে বলেছে আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আমাকে আসতেই হবে। কিন্তু আমি আসলে এই ফরম্যাটে খেলতে চাই না।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!