• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিসিবিকে নিয়ে বিতর্কে জড়াতে চান না স্টিভ রোডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ০৩:৪৯ পিএম
বিসিবিকে নিয়ে বিতর্কে জড়াতে চান না স্টিভ রোডস

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না করার কারণে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্টিভ রোডসকে। আড়াই বছর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টা হিসেবে বাংলাদেশে ফিরে এসেছেন তিনি।

যেভাবে তার দায়িত্বের অবসান হয়েছিল, তাতে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছিল। কিন্তু বরখাস্ত করা ও তার দেশে ফেরার পর বিসিবি যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল তা নিয়ে নতুন কোনো বিতর্কের জন্ম দিতে চান না এই ইংলিশ ক্রিকেট কোচ।

রোডস বলেন, "ফিরে আসাটা দারুণ ব্যাপার। আমি ঢাকায় পৌঁছানোর পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সরা আমাকে দারুণভাবে স্বাগত জানায়, যেটা আমার কাছে বিশেষ কিছু ছিল। আমি যেখানেই যাই সেখানেই সবার প্রতি আমি কৃতজ্ঞ থাকি। মানুষজনকে খুব সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ মনে হয়। আমি এখানে ফিরে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমি এসব ভালো মানুষগুলোর সান্নিধ্য সত্যিই উপভোগ করছি।”

এদিকে রোডসকে তার বরখাস্ত হওয়ার অভিজ্ঞতা সম্পর্কেও জিজ্ঞাসা করেন অনেক সাংবাদিক। কিন্তু এসব ব্যাপারে কথা বলে নতুন কোনো বিতর্ক তৈরি করতে রাজি হননি তিনি।

রোডস বলেন, "আমি আসলে বিসিবি বা অন্য কিছু নিয়ে কোনো কথোপকথনে টেনে আনতে চাই না। আমি মনে করি না এটা উচিত হবে। এটা ইতিহাস।"

তিনি যোগ করেন, "যেকোনো চাকরি বা যেকোনো পোস্ট থেকে যখন কেউ বিদায় নেয় তাতে নানা মানুষের নানা মত থাকে। কিন্তু আমি আসলে এতে খুব বেশি জড়াতে চাই না। আমি শুধু বলতে পারি বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি সন্তুষ্ট।"

রোডসের মতে, ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা ছাড়া বাংলাদেশের একটি সুন্দর টুর্নামেন্ট ছিল। তিনি মনে করেন, একটি বা দুটি ফলাফল তাদের পক্ষে এলে পরিস্থিতি অন্যরকম হতো।

তিনি বলেন, "আপনি যদি খেলাগুলোর দিকে ফিরে তাকান তাহলে হয়তো দেখবেন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া সব ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি। এমনকি ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পরেও আমরা ভালো করতে চেষ্টা করেছি। এটা বাংলাদেশের ধ্বংসের ঘটনা ছিল না। বিশ্বকাপে আমরা আসলে কিছু ভালো জয় পেয়েছি। আমি মনে করি না মানুষ যতটা মনে করেছে যে এটা ততটা খারাপ পারফরম্যান্স ছিল।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!