• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিলবাওর বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:১৫ এএম
বিলবাওর বিপক্ষে বার্সেলোনার দাপুটে জয়

রোববার রাতে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

লা লিগায় ভালেন্সিয়াকে ৪-১ গোলে ও নাপোলিকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা তিন জয় পেল কাতালান ক্লাবটি।

ম্যাচের ১৮ মিনিটেই প্রথম দারুণ সুযোগ আসে বার্সেলোনার সামনে। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি। বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের ৩৭ মিনিটে। কর্নারে জেরার্ড পিকের হেড ক্রসবারে বাধা পাওয়ার পর ফিরতি বল জালে পাঠান পিয়েরে-এমেরিক অবামেয়াং।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে থাকে বার্সেলোনা। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। ম্যাচের ৭৩ মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাসে দলকে এগিয়ে দেন উসমান ডেম্বেলে।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডেম্বেলের ক্রসে ডি ইয়ং ব্যবধান আরও বাড়ান। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে মেমফিস ডিপে গোল করে দলকে ৪-০ ব্যবধান এনে দেন।

এই জয়ে লিগে ২৫ ম্যাচে ১২ জয় ও ৯ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বার্সেলোনা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!