ভারতের সফল অধিনায়ক বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানান শনিবার। এই ঘোষণার একদিন পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার সতীর্থ ও ভারতীয় দলের সীমিত ওভার ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা।
শনিবার সন্ধ্যায় বিরাট কোহলি হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি আর টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব করবেন না। ৭ বছর তিনি টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। কোহলির অধিনায়কত্ব ছাড়ার প্রায় বারো ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রোহিত জানিয়েছেন এই ঘটনায় তিনি স্তম্ভিত।
রোববার ইনস্টাগ্রামে রোহিত লেখেন,‘‘স্তম্ভিত!! কিন্তু ভারতীয় অধিনায়ক হিসেবে সফল ক্যারিয়ারের জন্য অভিনন্দন বিরাট কোহলি।”
কোহলি অধিনায়ক হন ২০১৪ সালে৷ তার অধিনায়কত্বে ভারত ৬৮টি ম্যাচ খেলেছে। তারমধ্যে ৪০টি ম্যাচ জিতেছে এবং ১৭টি মাত্র ম্যাচ হেরেছে তারা।