• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বার্সেলোনার বিপক্ষে পয়েন্ট তুলে নিলো গ্রানাডা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০১:০২ পিএম
বার্সেলোনার বিপক্ষে পয়েন্ট তুলে নিলো গ্রানাডা

লা লিগার ম্যাচে স্বাগতিক গ্রানাডার বিপক্ষে শনিবার রাতে মাঠে নেমেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।  ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বার্সার বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট আদায় করে নিয়েছে গ্রানাডা। ডি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন প্রতিপক্ষের আন্তোনিও পুয়ের্তাস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে থাকে বার্সেলোনা। ৭ মিনিটে অফসাইডের কারণে গোল বাতিল হয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগে বেশ কয়েকবার আক্রমণ করে বার্সেলোনা তবে কোনোবারই গোলের দেখা পায়নি।

ম্যাচের ৫৭ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা।ব্রাজিলিয়ান দানি আলভেসের ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে হেডেই দলকে এগিয়ে নেন ডি ইয়াং। বার্সেলোনার গোলের পর ম্যাচের গতি কমে যায়। ম্যাচের ৭৯ মিনিটে ফাউল করে মাঠ ছাড়তে হয় গাভিরাকে।

বার্সেলোনার ১০ জনের দলে নেমে আসারই সুযোগ নেয় গ্রানাডা। ম্যাচের ৮৯ মিনিটে সমতায় ফেরে গ্রানাডা। গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার পুয়ের্তাস।

লিগে এই নিয়ে সবশেষ পাঁচ রাউন্ডে তিনটিতে ড্র করেছে বার্সেলোনা, অন্য দুটিতে জিতেছে। ২০ ম্যাচে আট ম্যাচ জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। ২৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে গ্রানাডা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!