• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বার্সেলোনার জয়ের রথ থামিয়ে দিল গ্যালাটাসারে


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ১০:১২ এএম
বার্সেলোনার জয়ের রথ থামিয়ে দিল গ্যালাটাসারে

টানা চার ম্যাচ জয়ে বেশ উড়ছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তাদের জয়ের রথ থামিয়ে দিল গ্যালাটাসারে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

ক্যাম্প ন্যুয়ে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হতে দেখা যায় বার্সেলোনাকে। ম্যাচের ২৬ মিনিটে গোলের জন্য প্রথম শট নেয় তারা। পেদ্রি ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বার্সেলোনা। মেমফিস ডিপাই শট নেন। তবে তাকে ব্যর্থ করেন গোলরক্ষক ইনাকি পেনা।

ম্যাচের ৩৬ মিনিটে দুর্দান্ত এক শট নেয় গ্যালাটাসারে। তবে বল গিয়ে ওপরের জালে পড়ে। বিরতির আগে বার্সেলোনার আরও একটি দুর্দান্ত শট ব্যর্থ করেন পেনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৫৭ মিনিটে সুবর্ণ সুযোগ হারায় বদলি নামা সার্জিও বুটকেটস। ম্যাচের ৭৯ মিনিটে বল জালে জড়ায় গ্যালাটাসারে। অফসাইডের কারণে গোল বাতিল হলে রক্ষা পায় বার্সেলোনা। ম্যাচের বাকি সময় আর কেউ তেমন সুযোগ তৈরি করতে পারেনি।

১৭ মার্চ তুরস্কের ইস্তাম্বুলে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!