ব্রাজিলের জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় ফিলিপে কৌতিনহোকে বার্সেলোনা থেকে অ্যাস্টন ভিলাতে লোনে নিতে সম্মত হয়েছে দু'দল। ব্রাজিল তারকাও চুক্তিপত্রে সই করতে রাজি হয়েছেন।
অ্যাস্টন ভিলা একটি বিবৃতিতে আসন্ন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। যাতে লেখা আছে, "অ্যাস্টন ভিলা এবং এফসি বার্সেলোনা এই মৌসুমের বাকি সময় ভিলা পার্কে লোনে ফিলিপে কৌতিনহোর কাটানোর বিষয়ের শর্তে সম্মত হয়েছে।"
চুক্তিটি কৌতিনহোর ডাক্তারি পরীক্ষা এবং ওয়ার্ক পারমিট পাওয়ার সাপেক্ষে। সবকিছু ঠিকঠাক থাকলে ফিলিপে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বার্মিংহাম ভ্রমণ করবে।
২৯ বছর বয়সী কৌতিনহো ২০১৮ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দেন। দলের ৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ১৫। ২০১৯-২০ মৌসুমে তিনি লোনে বায়ার্ন মিউনিখেও খেলেছিলেন।