ক্রিকেট অস্ট্রেলিয়া রোববার (২০ মার্চ) ঘোষণা করেছে, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি অস্ট্রেলিয়ার কোচিং স্টাফে যুক্ত হচ্ছেন। পাকিস্তান সফরে থাকা অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
সোমবার (২১ মার্চ) লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচ। আগামী ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লাহোরে তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোর জন্য স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে অস্ট্রেলিয়ানদের সঙ্গে যোগ দেবেন ৪৩ বছর বয়সী ভেট্টোরি।
ভেট্টোরির শেষ আন্তর্জাতিক দল ছিল বাংলাদেশ। ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে নিয়োগ পান ভেট্টোরি। দলের সঙ্গে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ছিলেন তিনি। তবে বাংলাদেশ দল তার থেকে তেমন ভালো সার্ভিস পাওয়ার সুযোগ পায়নি। তিনি ২০১৭ সালে ভারত সফরে থাকা অস্ট্রেলিয়া দলেও ছিলেন, তবে সংক্ষিপ্ত সময়ের জন্য।
এছাড়া তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বিগ ব্যাশে ব্রিসবেন হিটের মতো দলগুলোরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।