• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের জয়ে যা বললেন তারা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০২:৫৭ পিএম
বাংলাদেশের জয়ে যা বললেন তারা

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় করেছে বাংলাদেশ। ৮ উইকেটের দুর্দান্ত জয়ে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল উচ্ছ্বসিত। তিনি মাউন্ট মাঙ্গানুইতে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে তাদের ঘরের মাঠে পরাস্ত করতে গিয়ে সমস্ত বাধাকে অতিক্রম করার জন্য দলের প্রশংসা করেছেন।

বুধবার সকালে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিএলের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছিল। ঐতিহাসিক জয়ের পর তামিম এবং অন্যান্য খেলোয়াড়রা উদযাপন করছিলেন। বিশেষ করে নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের অতীত রেকর্ডের কথা মাথায় রেখে এমন জয়ের ভূয়সী প্রশংসা করেছেন তামিম।

এমনকি তামিম তার অফিশিয়াল ফেসবুক প্রোফাইলে দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, “এবার পরিস্থিতি আরও কঠিন ছিল। কিন্তু দলটি সব বাধা অতিক্রম করে একটি দুর্দান্ত জয় এনেছে। নিউজিল্যান্ডের মাটিতে তাদের হারানো বিশ্ব ক্রিকেটের অন্যতম কঠিন কাজ। টাইগাররা দেখিয়েছে তাদের সামর্থ্য আছে।”

তামিম বলেন, “আমি খুশি, কারণ এটা দলগত প্রচেষ্টা ছিল। এবাদতের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয়, শান্ত, লিটন, মিরাজ এবং ইয়াসির—প্রত্যেকেরই অবদান ছিল। এমনকি তাইজুল ইসলাম বিকল্প হিসেবে দুর্দান্ত একটি ক্যাচ নেন।”

কঠিন সময়ে দলকে অনুপ্রাণিত করার জন্য অধিনায়ক মুমিনুল হকেরও প্রশংসা করেন তিনি।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু চান দলটি এই টেস্টের সাফল্যের ধারা অব্যাহত রাখুক। তিনি বলেন, “এটি একটি স্মরণীয় জয়। আমাদের ক্রিকেটের জন্য একটি বিশাল মাইলফলক। আমি মনে করি আমরা যদি এই প্রক্রিয়াটি আগামী তিন থেকে পাঁচ বছর ধরে রাখতে পারি, তাহলে আমরা একটি ভালো টেস্ট খেলুড়ে দল হয়ে উঠতে পারব।”

নান্নু আরও বলেন, “মানুষ ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে অনেক কথা বলে। কিন্তু বায়ো-বাবলে থাকা অবস্থায় খেলাটা কঠিন। তারা নিজেদের মানিয়ে নিয়েছে এবং জাতিকে দারুণ জয় উপহার দিয়েছে। অবশ্যই তারা স্যালুটের দাবিদার।”

সিনিয়র নির্বাচক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এই জয়কে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলেছেন।

তিনি বলেন, “আমি শব্দ খুঁজে পাচ্ছি না। আমি অত্যন্ত খুশি। আমরা কয়েকটি টেস্ট জিতেছি, অনেক ম্যাচ ভালো খেলেছি। কিন্তু আমি মনে করি এই জয় আমাদের সবচেয়ে বড় অর্জন।”

বাশার আরও বলেন, “এই টেস্ট ম্যাচজুড়ে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। প্রতিটি বিভাগে। টপ অর্ডার ব্যাটিং, ফাস্ট বোলার, স্পিনার। এমনকি অধিনায়ক আমাদের সাফল্য এনে দিয়েছেন। এই টেস্ট জয় থেকে নেতিবাচক কিছু খুঁজে পাওয়া কঠিন হবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!