• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বল টেম্পারিং নয়, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে: বোপারা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৮:০০ পিএম
বল টেম্পারিং নয়, এখানে ভুল বোঝাবুঝি হয়েছে: বোপারা

সিলেট সানরাইজার্সের এবারের প্রিমিয়ার লিগে একেবারে ভালো সময় যাচ্ছে না৷ শেষ দুই ম্যাচে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয়ের আশা দেখিয়েও হেরে যায় তারা।

এর আগের ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে অধিনায়ক রবি বোপারার বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। শাস্তিও পেয়েছেন বোপারা।

পাঁচ ম্যাচের জরিমানা করা হয়েছে যা যুক্ত হয়েছে খুলনার ইনিংসের সাথে। এমনকি, ম্যাচ পরবর্তী সিদ্ধান্তে ম্যাচ ফি'র ৭৫ শতাংশ জরিমানা করা হয় এবং তিনটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয় তার নামের পাশে।

অবশেষে সংবাদ সম্মেলনে বোপারা বল টেম্পারিংয়ের কথা অস্বীকার করলেন। শাস্তি মেনে নিলেও তার দাবি নাকল বল করতে চেয়েছিলেন তিনি।

নাকল বল করা এবং খেলা- দুটোই কঠিন। বলের গ্রিপটা দুই আঙুলের উল্টো পাশে ধরে বল করতে হয়। বছরের পর বছর অনুশীলন করলেই তবে এই বল করা যায়। আর ব্যাটার যদি বোলারের হাত দেখে না খেলে তবে বিপদে পড়ে যায়।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাকল বলের কিছু কৌশল দেখিয়ে বোপারা বলেন, "আমি আসলে নাকল বল করতে চেয়েছিলাম। কখনও এভাবে ধরতে হয় (বল দেখিয়ে), কখনো বল আড়ালে রাখতে হয়। এভাবে গ্রিপ করা সহজ নয়। বিশেষ করে ভেজা বলে। আমার মনে হয় ভুল বোঝাবুঝি হয়েছে। দুঃখজনক তবে এটাই বাস্তবতা।"

Link copied!