চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের সেরা দুই দলের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
চলতি আসরে ২০ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের শুরুতেই টানা ৩ ম্যাচে জয় পায় কুমিল্লা। এরপর ঢাকার বিপক্ষে ৫০ রানে হেরে জয়রথ থামে কুমিল্লার। কিন্তু পরের ম্যাচেই আবার দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইমরুল কায়েসের দল। আর ঢাকা পর্বের শেষদিনে মিরপুরে বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কুমিল্লাকে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের দল ফরচুন বরিশাল। ৭ ম্যাচে তাদেরও সংগ্রহ ৯ পয়েন্ট। তবে নেট রানরেটে পিছিয়ে রয়েছে দলটি। ফলে দুই দলই চাইবে এই ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান শক্ত করতে।
ফরচুন বরিশাল একাদশ : মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, মেহেদী হাসান রানা, জিয়াউর রহমান, নাঈম হাসান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মঈন আলী, সুনীল নারাইন, কারিম জানাত, নাহিদুল ইসলাম, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও সুমন খান।