• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল ছেড়ে যুদ্ধে যেতে চান সাবেক আর্সেনাল তারকা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১, ২০২২, ১১:৪২ এএম
ফুটবল ছেড়ে যুদ্ধে যেতে চান সাবেক আর্সেনাল তারকা

সাবেক আর্সেনাল ডিফেন্ডার ওলেগ লুঝনি যুদ্ধের মধ্যে ইউক্রেনে থাকতে চান এবং আক্রমণকারী রাশিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য তার কোচিং ক্যারিয়ার স্থগিত রেখেছেন। পাঁচ দিন ধরে ইউক্রেন রাশিয়ার আক্রমণের মধ্যে রয়েছে এবং দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশটির নিয়মিত নাগরিকদের অস্ত্র হাতে নিতে বলা হয়েছে।

লুঝনি তাদের মধ্যে একজন, যিনি ইউক্রেনের হয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। লুঝনি স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি যুক্তরাজ্য যেতে চান এবং কোচ হতে চান, তবে যেকোনো কিছুর আগে তিনি দৃঢ়ভাবে দাঁড়াবেন এবং তার লোকদের জন্য লড়াই করবেন।

লুঝনি বলেন, “পরিস্থিতি ভয়াবহ। আমি যুক্তরাজ্যে কোচ হতে চাই, কিন্তু সবকিছুর আগে আমি দৃঢ়ভাবে দাঁড়াব এবং আমার জনগণের জন্য, আমার দেশের জন্য এবং গণতন্ত্রের জন্য লড়াই করব। আমরা সবাই আশা করি এটি দ্রুত শেষ হবে। একটি দেশ আক্রমণ ও ধ্বংস হচ্ছে। এর জন্যই আমাদের এক হয়ে দাঁড়াতে হবে এবং এই অপরাধমূলক যুদ্ধের অবসান ঘটাতে হবে।”

লুঝনি ১৯৮৯ থেকে ১৯৯৯-এর মধ্যে ডায়নামো কিয়েভের হয়ে চারটি মৌসুমে খেলেছিলেন। সাবেক আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার তার ক্লাবের ডায়নামো কিভের বিপক্ষে খেলার সময় লুঝনিকে দেখেছিলেন এবং ১৯৯৯ সালে তাকে চুক্তিবদ্ধ করেছিলেন। লুঝনি আর্সেনালের হয়ে ১১০টি ম্যাচ খেলেছেন। এমনকি লিগ কাপের ম্যাচে একবার দলের অধিনায়কত্ব করেছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!