• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

প্রোটিয়া অধিনায়ক বাভুমাকেও ফেরালেন শরিফুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১১:৫৩ পিএম
প্রোটিয়া অধিনায়ক বাভুমাকেও ফেরালেন শরিফুল
ছবি- সংগৃহীত

দলীয় ৩৬ রানে শেষ উইকেট পড়েছিল দক্ষিণ আফ্রিকার। এরপর প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও মিডল অর্ডার ব্যাটার ভ্যান ডার ডুসেন মিলে বাংলাদেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছিলেন। এই দুই ব্যাটারের ৮৫ রানের জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তি এনে দিলেন শরিফুল। ৫৫ বলে ৩১ রান করা আফ্রিকা অধিনায়ক বাভুমাকে উইকেটকিপার মুশফিকের হাতে ক্যাচ ফেরান দক্ষিণ আফ্রিকার মাটিতেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ডানহাতি এই বোলার। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে ডুসেন ও ডেভিড মিলার। ৩০ ওভার শেষে তাদের সংগ্রহ ১৪১ রান৷ হাতে আছে তাদের আরও ৬ উইকেট। 

ব্যাট হাতে অপরাজিত দুই ব্যাটার মিলার ১০ রান ও ভ্যান ডার ডুসেন ৭০ রানে অপরাজিত আছেন।

জয়ের জন্য তাদের এখনও ১৭৪ রান করতে হবে। হাতে আছে ১২০ বল। বাংলাদেশ সেদেশের মাটিতে প্রথম জয় পেতে ৬ উইকেট পেতে মরিয়া হয়ে আছে। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!