• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন


মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ১২:১৮ পিএম
প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে প্যানেলপ্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের মেহেরপুর জেলা শাখা। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সিনিয়র সহসভাপতি শারমিন আক্তার চায়না, আম্বিয়া খাতুন, ওমর ফারুক, সেলিনা খাতুন, মাসুমা রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, কৃত্রিম শিক্ষক সংকট দূর করে স্ব স্ব নীতিমালা অনুসরণ করে কোটাবিহীন সব নিবন্ধনধারীকে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে প্যানেলভিত্তিক নিয়োগের বাস্তবায়নের দাবি তাদের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!