• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল ২০২২

পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি দ্বন্দ্ব


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:০৯ পিএম
পারিশ্রমিক নিয়ে ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি দ্বন্দ্ব

দুইদিন আগেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দ্বন্দ্ব হলো। সংবাদ সম্মেলন পর্যন্ত গড়িয়ে সেই কোন্দলের সমাধান হয়। এবার সিলেট সানরাইজার্সের সঙ্গে এক খেলোয়াড়ের পারিশ্রমিক নিয়ে দ্বন্দ্বে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় বিপিএল গভর্নিং কাউন্সিলকে।

জানা গেছে, সিলেট সানরাইজার্সের এক ক্রিকেটার হুমকি দিয়েছিলেন পারিশ্রমিকের পুরো অর্থ না দিলে তিনি ম্যাচ খেলবেন না। বিপিএল গভর্নিং কাউন্সিল পরে বিষয়টি সমাধান করে।

সিলেটের ওই ক্রিকেটারের দলের সঙ্গে ৩৫ লাখ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দলটি ৭০ ভাগ টাকা পরিশোধ করলেও ওই ক্রিকেটার টুর্নামেন্ট চলাকালীন পারিশ্রমিকের পুরোটাই চেয়ে বসে। এতেই দুই পক্ষের সমস্যা সৃষ্টি হয়।

এদিকে, সিলেট সানরাইজার্সের পক্ষ থেকে বলা হয়, মিস কমিউনিকেশনের কারণে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। বিপিএলের গভর্নিং কাউন্সিল ওই খেলোয়াড়ের নাম না বললেও জানা যায় দলটিকে তাসকিন আহমেদ পুরো অর্থ দেওয়ার জন্য চাপ দেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!