পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১৯ ডিসেম্বর) ইসলামাবাদের শালিমার থানার ইয়াসির ও তার বন্ধুর বিরুদ্ধে সেকশন ২৯২-বি ও সি (শিশু পর্নোগ্রাফি) এবং সেকশন ৩৭৬ (ধর্ষণ) অনুযায়ী মামলা করেছেন এক নারী।
মামলার এফআইআরে ওই নারী উল্লেখ করেন, তার ১৪ বছর বয়সী ভাতিজিকে নিয়ে কয়েকমাস আগে ইয়াসির শাহর একটা প্রোগ্রামে যান। সেখান থেকে ফেরার দুই-তিন মাস পর তার ভাতিজি অসুস্থ বোধ করেন। এরপর তাকে বার বার জিজ্ঞাসা করার পর জানায় যে, ইয়াসির শাহর ওই প্রোগ্রামে যাওয়ার পর ফারহান নামে একজন তার মোবাইল নম্বর নেয়। পরে তার সঙ্গে কয়েকদিন কথা হয়। ফারহান নিজেকে ইয়াসিরের বন্ধু হিসেবে পরিচয় দেয়। সে ওই মেয়েকে হোয়াটসঅ্যাপে ইয়াসিরের সঙ্গেও কথা বলায়।
এরপর আগস্ট মাসের ১৪ তারিখ স্কুল থেকে ফেরার পথে ফারহানের সঙ্গে দেখা হয়। ফারহান তাকে ট্যাক্সিতে করে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে একটি ফ্ল্যাটে নিয়ে পিস্তল ঠেকিয়ে যৌন নিগ্রহ করে এবং সেটার ভিডিও ধারণ করে রাখে। এরপর বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। এমনকি ওই মেয়েকে ইয়াসির শাহকে দিয়েও ভয়-ভীতি দেখায় ফারহান।
এফআইআর এ আরও উল্লেখ করা হয়, এরপর ফারহান তাকে ব্ল্যাকমেইল করে এবং আরও একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে।
এ বিষয়ে পিসিবি জানিয়েছে, ‘আমরা এই বিষয়টি জেনেছি যে আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা একজন ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পিসিবি এখন তথ্য সংগ্রহ করছে, যখন সবকিছু হাতে পাবে তারপর এ নিয়ে মন্তব্য করবে।’