আইসিসি নারী বিশ্বকাপের আসরে মাউন্ট মঙ্গানুইতে আজ রোববার মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১০৮ রানের বিশাল জয় দিয়ে আসর শুরু করেছেন মিতালি রাজরা।
টস জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই তাদের উইকেট তুলে নেয় পাকিস্তান। দলের মাত্র ৪ রানে আউট হন শেফালি ভার্মা। এরপর অবশ্য চালকের আসনে থাকে ভারতই। আরেক ওপেনার স্মৃতি মান্দানা তিনে নামা দিপ্তি শর্মাকে সঙ্গে নিয়ে ভালো সংগ্রহের দিকে দলকে এগিয়ে নেন। দিপ্তি ৪০ রানে ফিরে গেলেও স্মৃতির ব্যাট থেকে আসে অর্ধশতক (৫২)।
ভারতের পক্ষে আরও দুইটি অর্ধশতক আসে। পূজা বস্ত্রকার ৫৯ বলে দুর্দান্ত ৬৭ রান করেন। এছাড়া স্নেহ রানা ৪৮ বলে ৫৩* রানে অপরাজিত ছিলেন। ভারতের ইনিংস থামে ৭ উইকেটে ২৪৪ রানে।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ২৮ রানে। দলীয় ৫৩ রানে বিসমা মারুফের উইকেটের পতন ঘটলে বাকি ব্যাটাররা কেউই দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি। রাজেশ্বরী গায়কোয়াড়ের বোলিং তোপে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ইনিংস। তিনি তুলে নেন পাকিস্তানের ৪ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার সিদরা আমিনের ব্যাট থেকে (৩০)। ৪৩ ওভারে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ভারত জয় পায় ১০৮ রানে।