• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
ইংল্যান্ড-উইন্ডিজ টেস্ট সিরিজ

দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ক্যারিবিয়ানরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৯:০০ এএম
দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ক্যারিবিয়ানরা

অ্যান্টিগায় তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে প্রায় দশ ওভার আগেই শেষ হয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩১১ রানের জবাবে জেসন হোল্ডার ও এনক্রুমা বোনারের অপরাজিত ৭৫ রানের জুটিতে দ্বিতীয় দিন শেষ ৪ উইকেটে ২০২ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এখনো ইংল্যান্ডের চেয়ে ১০৯ রান পিছিয়ে তারা।

বুধবার (৯ মার্চ) ৬ উইকেটে ২৬৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করা ইংল্যান্ড টিকতে পারেনি বেশিক্ষণ। ক্যারিবিয় দুই পেসার জেইডেন সিলস আর আলজারি জোসেফের তোপে দিনের ১৫ ওভারের মধ্যে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এদিন স্কোরবোর্ডের সঙ্গে আর মাত্র ৪৩ রান যোগ করতে পেরেছে ইংলিশরা।

দিনের সপ্তম ওভারে দলকে ২৮৫ রানে রেখে ফিরলেন ওকস, আগের দিনের ২৪ রানের সঙ্গে যোগ করতে পেরেছেন মাত্র ৪ রান। এরপর তো আসা-যাওয়ার মিছিল। এক প্রান্তে বেয়ারস্টোকে রেখে ওভারটন (০) আর মার্ক উড (১) ফিরে গেলেন।

বেয়ারস্টোও আর বেশিক্ষণ টানতে পারলেন না। ১০৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করে শেষ ব্যাটার হিসেবে যখন আউট হলেন, নামের পাশে তখন জমা ১৪০ রান। ফল ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়ায় ৩১১ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বোলিংয়ে জেইডেন সিলস ৪টি এবং আলজারি জোসেফ, কেমার রোচ ও হোল্ডার পান ২ টি করে উইকেট। 

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগে বিনা উইকেটে ৪৪ রান তুলে বড় সংগ্রহের আভাস দেয় উইন্ডিজের দুই ওপেনার ক্রেইগ ব্রাফেট ও জন ক্যাম্পবেল। 

কিন্তু বিরতির পর ক্যাম্পবেল (৩৫ রান) আউট হতেই ধাক্কা লাগে উইন্ডিজ শিবিরে। দলের রান শতক পার হতেই ২৬তম ওভারে আউট অধিনায়ক ব্রাফেটও। যাওয়ার আগে অবশ্য নিজের ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক ঠিকই তুলে নিয়েছেন তিনি, আউট হয়েছেন ৫৫ রান করে।

দলের ১০১ রানে ব্রাফেট ফেরার পর দ্রুতই দুই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস আর ব্ল্যাকউডকে ১২৭ রানেই হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে ৭৫ রানের জুটি গড়ে হোল্ডার-বোনার দলকে দ্বিতীয় দিন শেষে দলকে সুবিধাজনক অবস্থায় নিয়ে যায়। দিন শেষে হোল্ডার ৪৩ রানে ও বোনার ৩৪ রানে অপরাজিত আছেন।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ওকস, ওভারটন, উড ও স্টোকস একটি করে উইকেট পেয়েছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!