• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত আফ্রিদি


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ১১:৫৭ পিএম
দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত আফ্রিদি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারই শেষ আসর খেলছেন পাকিস্তানের তারকা শহিদ আফ্রিদি। তার নতুন ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

করাচি কিংস ও মুলতান সুলতান্সের ম্যাচ দিয়ে বৃহস্পতিবার শুরু পিএসএলের এবারের আসর।  দলের ম্যানেজার আজম খান এদিনই নিশ্চিত করেছেন পিএসএলে নিজের শেষ আসরে করোনার কারণে শুরুতেই খেলতে পারছেন না আফ্রিদি। এর আগেও ২০২০ সালের জুনে প্রথম দফায় করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

আত্মীয় মারা যাওয়ার কারণে দলের সুরক্ষা বলয় থেকে বের হন আফ্রিদি। ফিরে এসে চেকআপের পর জানা যায় করোনা পজিটিভ তিনি। তবে তার কোনো উপসর্গ নেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোভিড প্রটোকল অনুযায়ী সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে আফ্রিদিকে। এরপর আবার পরীক্ষায় নেগেটিভ আসলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!