বৃষ্টির কারণে অনুষ্ঠিত হতে পারেনি দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। চতুর্থদিন কিছুটা দেরিতে হলেও শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। দিনের প্রথম সেশনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৪২ রান। অপরাজিত আছেন ফাওয়াদ আলম (১৯*) ও মোহাম্মদ রেজওয়ান (২৬*)।
এর আগে দিনের শুরুতেই বিদায় নেন বাবর আজম ও আজহার আলী। ব্যক্তিগত ৭৬ রানে খালেদ আহমেদের ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানের অধিনায়ক। এর আগেই অবশ্য আজহার আলীতে ফেরান এবাদত হোসেন। তার আগে ৮ চারে সাজিয়ে ৫৬ রান করেন আজহার।
নিম্নচাপ জাওয়াদের প্রভাবে শনিবার রাত থেকে সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রোববার দ্বিতীয় দিনের খেলা মাত্র ৩৮ বল স্থায়ী ছিল। সোমবারও সারাদিন বৃষ্টি থাকায় মাঠে গড়াতে পারেনি ম্যাচ।
এদিকে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৬১ করে দিন শেষ করেছিল পাকিস্তান। অপরাজিত ছিলেন আজহার আলী ও বাবর আজম।