• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তৃতীয়বার অধিনায়ক বদল


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০২:৫৫ পিএম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তৃতীয়বার অধিনায়ক বদল

চট্টগ্রামের অধিনায়ক বদলের ঘটনা নতুন নয়। গত আসরে চারবার বদল হয়েছিল অধিনায়কত্বের দায়িত্ব। এবারের আসরে ইতিমধ্যে তৃতীয় অধিনায়কের নেতৃত্বে খেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার ঢাকা। ম্যাচে দেখা গেল চট্টগ্রামের পক্ষে টস করতে এসেছেন আফিফ হোসেন।  

এর আগে জাতীয় দলের নিয়মিত তারকা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বেশ ভালোই পারফর্ম করছিল দলটি। হঠাৎ জানা গেল মিরাজের অধিনায়কত্ব কেড়ে নিয়ে নাঈম ইসলামকে নতুন অধিনায়ক করা হয়েছে। এই ঘটনায় কম জল ঘোলা হয়নি। শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে এই ঝামেলার মীমাংসা করতে হয়। দল থেকে জানানো হয়, খেলোয়াড় ও দলের মধ্যকার ভুল বোঝাবুঝির কথা।

আজকের ম্যাচে অধিনায়ক নাঈমকে একাদশেই রাখা হয়নি। টসের পর আফিফ জানিয়েছেন, নাঈম সুস্থ আছেন, তার কোনো ইনজুরিও নেই। তবু একাদশে নেই তিনি। অবশ্য নাঈমের অধিনায়কত্বে চার ম্যাচের এক ম্যাচও জয় পায়নি আসরের শুরুতে আশা জাগানো দলটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!