• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

তিন ধাপে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০২:০৯ পিএম
তিন ধাপে দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেটের সূচিতে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন লোকাল প্লেয়াররা। আর জাতীয় দলের খেলোয়াড়রা ব্যস্ত আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে। তাদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মোট তিন ধাপে দেশ ছাড়বেন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের সদস্যরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ওয়ানডে সিরিজের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা আগে দেশ ছাড়বেন। জোহানসবার্গের উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে আগামীকাল শুক্রবার (১১ মার্চ) সকাল ১০.৪৫টায়। একই দিন রাত ১টায় দ্বিতীয় ফ্লাইট ছেড়ে যাবে ওয়ানডে দলের খেলোয়ার ও স্টাফরা।

এদিকে ওয়ানডে স্কোয়াডে নেই কিন্তু টেস্ট দলে আছেন এমন খেলোয়াড়ের সংখ্যা অধিনায়ক মুমিনুল হকসহ ৬ জন। তাদের সঙ্গে দলে অতিরিক্ত হিসেবে মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন আর রেজাউর রহমান রাজা যাবেন টেস্ট দলের সঙ্গে। আগামী শনিবার (১২ মার্চ) সকাল ১০.৪৫টায় তারা কেপটাউনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। বিমানের সব ফ্লাইট হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।

তামিম ইকবালের নেতৃত্বাধীন ওয়ানডে দল শনিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে। হোটেলে এক দিন বিশ্রাম নিয়ে টাইগাররা ১৪ মার্চ থেকে শুরু করবে অনুশীলন। এসময় নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন টাইগাররা। আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়ানে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুটি ওয়ানডে ২০ আর ২৩ মার্চ যথাক্রমে জোহানসবার্গ ও সেঞ্চুরিয়ানে। 

ওয়ানডে সিরিজ শেষে ডারবানে ৩১ মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে আগামী ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা রয়েছে।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।

টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।

Link copied!