এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরের মাঠের লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। পয়েন্ট টেবিলে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তুমুল প্রতিযোগিতা চলছে।
ম্যাচের আগে মাঠে নিজেদের ঝালাই করে নিচ্ছে ক্রিকেটাররা। তবে রবিবার হুট করে মাঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স চলে আসায় বন্ধ রাখতে হয় ক্রিকেটারদের অনুশীলন।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মিনিস্টার গ্রুপ ঢাকার ক্রিকেটাররা। হুট করে স্টেডিয়ামে অবতরণ করে একটি হেলিকপ্টার।
পাখার বাতাসে উড়তে থাকা ধুলোর দুর্ভোগ এড়াতে ক্রিকেটাররা দৌড়ে নিরাপদ স্থানে সরে দাঁড়ান। এর ফলে মাঠের অনুশীলন বন্ধ ছিল প্রায় ২০ মিনিটের মতো।
ওই মুহূর্তে স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছিলেন মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল। জানা যায়, স্থানীয় এক মুমূর্ষু রোগীকে নিতে হেলিকপ্টারটি উড়ে এসেছিল।
মানবিক কারণেই এটিকে মাঠে নামার অনুমতি দেয় কর্তৃপক্ষ। মুমূর্ষ রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতেই হেলিকপ্টারটি মাঠে অবতরণ করে।