বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় নাম ক্রিকেট। আর রাজধানী ঢাকার বাসিন্দাদের নিত্য দিনের সঙ্গী ‘ট্রাফিক জ্যাম’। যদিও ঢাকার যানজট নিরসনে বেশকিছু বড় প্রজেক্ট হাতে নিয়েছে সরকার। কিন্তু চলতি সপ্তাহে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত অসহনীয় জ্যাম লেগেই রয়েছে ঢাকার রাস্তায়।
জ্যামের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা বসে বিরক্ত হয়ে ওঠেন সাধারণ মানুষ। অনেক সময় কোনো কোনো স্থানে এমন অবস্থা তৈরি হয় যে, ভুক্তভোগীরা জ্যাম থেকে মুক্তির উপায় খুঁজে পান না।
তবে, অনেকে এই জ্যামের মধ্যেই সময়কে আনন্দ-বিনোদনে মাতিয়ে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেয়। সম্প্রতি রাজধানীর ঢাকা কলেজের সামনে জ্যামে গাড়ির একটু ফাঁকা জায়গাতেই ক্রিকেট খেলতে নেমে পড়েন কয়েকজন তরুণ। সেখানে ব্যাট-বল নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন তারা।
ঢাকা কলেজের সামনে জ্যামে আটকা সময়ে ক্রিকেট খেলার সেই মুহূর্তের একটি ভিডিও মিরাজ মাহবুব নামে একজন ভিডিও করেন।
সেই ভিডিওটি আবার পাঠিয়ে পাঠান ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর কাছে। সেই ভিডিওটি ক্রিকইনফো তাদের ফেসবুক এবং টুইটারে প্রকাশ করেছে।
ভিডিওর ক্যাপশনে তারা লিখেছে, ‘ঢাকার মানুষ নিশ্চিত জানে ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টাকে কীভাবে কাজে লাগাতে হয়।’
গতকাল সন্ধ্যায় পোষ্ট করা ক্রিকইনফোর সেই ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রি-অ্যাকশন দিয়েছেন ৫৫ হাজার মানুষ। মন্তব্য করেছেন প্রায় তিন হাজার মানুষ ও শেয়ার করেছেন প্রায় সাড়ে নয় হাজার মানুষ।