বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নেমেছে কাল (১৮ ফেব্রুয়ারি)। প্রায় এক মাস চলা অষ্টম আসরের এই টুর্নামেন্টে ৩৪টি ম্যাচ মাঠে গড়িয়েছে। ফাইনালে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। কুমিল্লা তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের দখলে নিয়েছে।
তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে বরিশালকে ১ রানে হারিয়েছে কুমিল্লা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ঢাকার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তৃতীয় শিরোপা নিজেদের দখলে নিয়েছে তারকা সমৃদ্ধ দলটি। এর আগে ঢাকা ছিল শীর্ষ শিরোপাধারী। আটটি আসরের মধ্যে ঢাকা ও কুমিল্লার পাশাপাশি বাকি দুই আসরের শিরোপা পেয়েছে রংপুর রাইডার্স (পঞ্চম) ও রাজশাহী রয়্যালস (সপ্তম)।
বিপিএলের প্রথম আসর শুরু হয় ২০১২ সালে। পরের বছরই দ্বিতীয় আসর বসে। প্রথম ও দ্বিতীয় আসরে টানা শিরোপা নিজেদের দখলে নিয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ২০১৫ সালের তৃতীয় আসরে নতুন দল হিসেবে প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জয় করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০১৬ সালের আসরে নতুন দল ঢাকা ডায়নামাইটস ঢাকার শিরোপা পুনরুদ্ধার করে। বিপিএলের পঞ্চম আসরে ২০১৭ সালে শিরোপা পায় রংপুর রাইডার্স। বিপিএলের ষষ্ঠ আসরে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২০ সালে শিরোপা পায় রাজশাহী রয়্যালস। সর্বশেষ ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি নতুন দল ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা অর্জন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।