• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
ঢাকা আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা

মেয়র কাপ ফুটবলের ফাইনালে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৯:৩৭ পিএম
মেয়র কাপ ফুটবলের ফাইনালে ৯ ও ১২ নম্বর ওয়ার্ড
ছবি সংগৃহীত

ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল খেলায় ফাইনালে জায়গা করে নিয়েছে ৯ নম্বর ও ১২ নম্বর ওয়ার্ড। প্রথম সেমিফাইনালে ৯ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৩১ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত সময়ে কোনও দলই গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে ১২ নম্বর ওয়ার্ড ২৪ নম্বর ওয়ার্ডকে ৪-২ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে।   

সোমবার (২৮ মার্চ) দুপুর ২ টায় ৯ নম্বর ও ৩১ নম্বর ওয়ার্ড এবং বিকেল ৪ টায় ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। 

১ম সেমিফাইনালে ৯ নম্বর ওয়ার্ডের পক্ষে একমাত্র গোলটি করে আহমেদ আলী। এই ম্যাচে দলীয় অধিনায়ক তুহিন প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। ২য় সেমিফাইনালে ১২ নম্বর ওয়ার্ডের গোলরক্ষক মেহেদী হাসান প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। 

এদিকে মঙ্গলবার (২৯ মার্চ) গোলাপবাগ মাঠে ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট খেলার সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ২ নম্বর ও ৩৩ নম্বর ওয়ার্ডের মধ্যে এবং দুপুর ১ টায় ৪ নম্বর ওয়ার্ড ও ৬৪ নম্বর ওয়ার্ডের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!