• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসএল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২২, ০৭:১৩ পিএম
ডিএসএল প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত

চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে ডিএসএল প্রিমিয়ার লিগ (ডিপিএল-২০২২)। প্রতি বছর জাকজমকপূর্ণভাবে এই আন্তঃদল ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করে তৈরি পোষাক কোম্পানি ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেড (ডিএসএল)।

শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অংশ নেয় ডিএসএলের ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে গঠিত তিনটি দল।

সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কিং লায়নস, সুপার ঈগলস ও রয়েল টাইগার্স নামের প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলে এবং একটি করে ম্যাচে জয়ী হয়। পরে রান রেটের হিসাব করে বিকালে ফাইনাল ম্যাচ খেলতে নামে কিং লায়নস এবং রয়েল টাইগার্স।

ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং করতে নামে কিং লায়নস। তারা ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান করে। পরে ১১১ রানে টার্গেটে নেমে ৮ উইকেটে জয় লাভ করে টিম রয়েল টাইগার্স।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ডিপিএল- ২০২২ এর কাপ তুলে দেন ডিএসএলের চেয়ারম্যান কাজী মাহজাবিন মমতাজ। পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচসহ অন্যান্যদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বিজয়ী দলের খেলোয়াড় ও ডিএসএলের চেয়ারম্যান কাজী মাহজাবিন মমতাজ বলেন, “জিতে ভালো লাগছে, বিজয়ের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। তবে এটা ভেবে ভালো লাগছে, আমার কোম্পানি ডিএসএল গ্রুপের ছেলেরা প্রতি বছর নিজেদের উদ্যোগে এই আয়োজনটুকু করে থাকে এবং তাতে আমি আনন্দের সঙ্গে অংশ গ্রহণ করি। পাশাপাশি আমি চেষ্টা করি তাদের উৎসাহ দিয়ে পাশে থাকার।”

কাজী মাহজাবিন মমতাজ আরও বলেন, “খেলাধুলা শুধু শারীরিক না, কাজের পাশাপাশি মানসিক গঠনেও সাহায্য করে। আমি চেষ্টা করি প্রতি বছর আমাদের প্রতিটি গ্রুপে এমন খেলাধুলার আয়োজন করতে এবং এদের সঙ্গে থাকতে।”

এই টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য কী জানতে চাইলে তিনি বলেন, “উদ্দেশ্য মূলত আমাদের টিম ওয়ার্ক। যেহেতু আমাদের সকলের সঙ্গে সকলের সব সময় দেখা হয় না, তাই যোগাযোগ বাড়তে প্রতিটি গ্রুপ থেকে সকলে এই খেলায় অংশ গ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা করি।”

রানার্স আপ দলের খেলোয়াড় ও ডিএসএলের গ্রুপ ডিরেক্টর আয়েশা আক্তার বলেন, “প্রতি বছর আমরা এই টুর্নামেন্টের আয়োজন করি। এর মাধ্যমে আমরা এবং আমাদের কর্মীরা কাজে উৎসাহ পায়। খেলায় হার-জিত তো থাকবেই। যারা হেরেছে এবং যারা জিতেছে সবাই আমাদের গ্রুপের। যারা জিতেছে তাদের অভিনন্দন জানাই এবং যারা হেরেছে বা আমরা যারা রানার্স আপ হয়েছি তারা সামনে আরও ভালো করবে এই প্রত্যাশা।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!