বিশ্বকাপের বাছাই পর্বে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-ইকুয়েডর। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। তবে ঘটনাবহুল এই ম্যাচে ফাউলের ছড়াছড়ি, দুই লাল কার্ড, ছয় হলুদ কার্ড এবং ভিএআরের আধিপত্য ছিল। তবে চমকপ্রদ ছিল ব্রাজিলের গোলরক্ষক দুইবার লাল কার্ড দেখেও খেলা চালিয়ে যাওয়ার ঘটনা।
ইকুয়েডরের রাজধানী কিটোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচের ২৬ মিনিটে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। কিন্তু ভাগ্য তার সহায় ছিল। ভিএআরে সিদ্ধান্ত পাল্টে হলুদ কার্ড দেখে পার পেয়ে যান তিনি।
ফাউলে ভরা ম্যাচের দ্বিতীয়ার্ধে বল পাঞ্চ কোর্টে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর মুখে আঘাত করে আবারও লাল কার্ড দেখেন অ্যালিসন। এ সময় ব্রাজিলের খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ করলে ভিএআর দেখতে বাধ্য হন রেফারি। মনিটরে দেখা যায় অ্যালিসন আগে বলে পাঞ্চ করেছিলেন। ফলে লাল কার্ডের সিদ্ধান্ত বদলে যায়। ফলে দুই দফা লাল কার্ড দেখেও খেলা চালিয়ে যান অ্যালিসন।