• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টেস্টের ইতিহাসে প্রথম ভারতের ২০ ক্যাচ আউট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৯:৫৬ পিএম
টেস্টের ইতিহাসে প্রথম ভারতের ২০ ক্যাচ আউট

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। ভারত পরাজয়ের পাশাপাশি টেস্টের ১৪৫ বছরের ইতিহাসে প্রথম অঘটনেরও জন্ম দিয়েছে।

ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত ব্যাপার জানা গেল। মার্কো জ্যানসেন যখন জাসপ্রিত বুমরাহকে আউট করলেন, ম্যাচের ধারাভাষ্যকাররা একটি অদ্ভুত বিষয় তুলে ধরেন। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ও সজ্জিত ইতিহাসে এই প্রথম কোনো দলের ২০ ব্যাটসম্যানই একটি ম্যাচে ক্যাচ আউট হয়ে আউট হলেন। ভারতের একটি উইকেটও এলবিডব্লিউ বা বোল্ড হয়ে পড়েনি। দুই ইনিংসেই প্রতিটি ব্যাটসম্যানই ক্যাচ আউট হয়েছেন।

এর আগে ১৯ জন ব্যাটসম্যানের ক্যাচ আউট হওয়ার পাঁচটি ঘটনা ঘটেছে। প্রথমবার এটি ঘটেছিল ১৯৮২-৮৩ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের। ২০০৯-১০ সালের সিডনি সফরে অসিদের বিপক্ষে পাকিস্তান একই পরিণতির শিকার হয়েছিল। ইংল্যান্ড আরও একবার ব্রিসবেনে ২০১৩-১৪ সালে অ্যাশেজে মিচেল জনসনের আধিপত্যের সিরিজে এই পরিণতির শিকার হয়েছিল। দক্ষিণ আফ্রিকাও ২০১৯-২০ সালে কেপটাউনে ইংল্যান্ডের বিপক্ষে এটির শিকার হয়েছিল। এটি ভারতের সঙ্গেও হয়েছিল  ২০১০-১১ সালে প্রোটিয়াদের বিপক্ষে।

বৃহস্পতিবার ম্যাচে যা ঘটেছে তা আগে কখনো দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক বলেছেন, “এটা শোনা যায়নি আগে। এটা এমন কিছু যা আমরা প্রতিদিন দেখি না। আপনি কতবার দেখেন যে একটি টেস্ট ম্যাচে একটি দল ২০ উইকেট হারায় এবং তাদের সব কটিই ক্যাচ?”

Link copied!