বিসিবির বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে সারা বছর ধরে দেশের শীর্ষ ক্রিকেটারদের প্রশিক্ষণের জন্য পরিকল্পনা করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে এই প্রোগ্রামে নেওয়া হয়েছে ২৩ জনকে। যার মধ্যে কয়েকজন টেস্ট খেলোয়াড়রা আছেন, যারা আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
সাধারণত ক্রিকেটারদের প্রশিক্ষণে নিজেদের যুক্ত রাখতে তাদের ঘরোয়া টুর্নামেন্টের ওপর নির্ভর করতে হয়। আন্তর্জাতিক ম্যাচ থেকে বাদ পড়া ক্রিকেটারদের ক্ষেত্রে পরিস্থিতি ভয়াবহ। কারণ তারা প্রশিক্ষণের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধাসহ মাঠ খুঁজে পান না।
এই প্রোগ্রাম চালু করতে কিছুটা সময় লাগলেও গত সপ্তাহে বিসিবি প্রথম ব্যাচের স্কোয়াড, কোচ এবং সূচি ঘোষণা করেছে। প্রধান কোচ মিজানুর রহমান বাবুলসহ স্কোয়াডের কোচিং গ্রুপের বেশিরভাগই বাংলাদেশি। চম্পাকা রামানায়েক, যিনি বিসিবি-নিযুক্ত কোচ। তিনি বোলিং কোচ হিসেবে কাজ করছেন এবং উমাকান্ত প্যাটেল ফিল্ডিং কোচ।
বিসিবির পক্ষ থেকে জানা যায়, নির্বাচকদের তিনটি মানদণ্ড দেওয়া হয়েছে। যখন একটি সিরিজ অনুষ্ঠিত হচ্ছে, যে খেলোয়াড়রা সেই ফরম্যাটের অংশ নয় তারা এই প্রোগ্রামে আসতে পারেন। বেশিরভাগ টেস্ট খেলোয়াড় আফগানিস্তান সিরিজের সময় পাওয়া যাবে, এতে তারা এই প্রোগ্রামে প্রস্তুতি নিতে পারবে।
একই সাথে, ফর্ম বা ফিটনেসের কারণে সম্প্রতি সিনিয়র দল থেকে বাদ পড়া খেলোয়াড়রা এই প্রোগ্রামে আসতে পারেন। ডিপিএল, এনসিএল, বিসিএল এবং বিপিএলে ভালো করা খেলোয়াড়রা জাতীয় দলে খেলার সুযোগ পাবে এর মাধ্যমে।