দক্ষিণ আফিকায় বরাবরই ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। ২০০২ সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় সফর করে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৯ ওয়ানডে ও ৬ টেস্ট ম্যাচ। কিন্তু জয়ের দেখা পায়নি টাইগাররা। চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের পর এবার দেশের বাইরে সাদা পোশাকের ফরম্যাটে জয়ের ক্ষুধা পেয়ে বসেছে বাংলাদেশ দলের।
আগামী মাসে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। ওয়ানডে ক্রিকেটের মত টেস্ট ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে ও প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য কথা চলছে ভারতের হয়ে বিশ্বকাপজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে।
দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। কারস্টেনের নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে এই অনুশীলন। সেখানে কারস্টেন তিন সেশন বাংলাদেশকে মুমিনুল হকদের অনুশীলনে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে স্থানীয় সাপোর্ট স্টাফ। ছাড়াও এই ক্যাম্পে থাকবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।
পূর্নাঙ্গ সিরিজ খেলতে আগামী ১২ মার্চ ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা রয়েছে। দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ।
এদিকে টেস্ট দলের ক্রিকেটাররা দেশেই নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। বুঝাই যাচ্ছে বিসিবি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নড়ে চড়ে বসেছে।