• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
বিপিএল

টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ১২:২০ পিএম
টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠাল ঢাকা
ছবি বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় দিনের প্রথম খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মিনিস্টার ঢাকা। এই ম্যাচে জয় পেলে ঢাকার সেরা চার নিশ্চিত হবে। আর হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে চট্টগ্রাম। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা এই দুই দলের খেলা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়। 

চট্টগ্রাম-মিরাজ কেলেঙ্কারির পর দলের দায়িত্ব দেওয়া হয়েছিল অভিজ্ঞ নাঈম ইসলামের কাঁধে। তবে আজ ঢাকার বিপক্ষে নতুন অধিনায়ক হিসেবে টস করতে নেমেছেন আফিফ হোসেন ধ্রুব। 

চলতি বিপিএলের শুরুতে প্রথম ৫ ম্যাচ থেকে তিনটিতে জিতে উড়ন্ত সূচনা করেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে চট্টগ্রাম পর্বে দুই ম্যাচে হারের পর ঢাকায় ফিরে আবারও হারে। টানা তিন ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পথে মিরাজরা। কিন্তু তাদের দুটি ম্যাচ বাকি আছে এবং তাদের প্লে-অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে দুটি ম্যাচেই জয়ের বিকল্প নেই। 

পয়েন্ট টেবিলে মিনিস্টার গ্রুপ ঢাকা অনেক ভালো অবস্থানে রয়েছে। তারা বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে এবং আজ একটি জয় পেলেই শীর্ষ চারে তাদের অবস্থান নিশ্চিত হয়ে যাবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ

চ্যাডউইক ওয়ালটন, উইল জ্যাকস, আফিফ হোসেন (অধিনায়ক), শামীম হোসেন, বেনি হাওয়েল, মেহেদি হাসান, আকবর আলী (অধিনায়ক), মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও জাকির হাসান। 

মিনিস্টার ঢাকা একাদশ

মোহাম্মদ শাহজাদ (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরান উজ্জামান, মাহমুদুল্লাহ (অধিনায়ক), শুভাগত হোম, মোহাম্মদ নাইম, আরাফাত সানি, মাশরাফি মুর্তজা, এবাদত হোসেন, কায়েস আহমেদ ও ফজল হক ফারুকী। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!