মাউন্ট মঙ্গানুইয়ে নারী বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শুক্রবার (১৮ মার্চ) মাঠে নেমেছে বাংলাদেশ, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ১৪০ রান।
টস জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। ভালো শুরুর ইঙ্গিত দিলেও উইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে দলের ২৫ রানে। ডিনড্রা ডোথিন ব্যক্তিগত ১৭ রানে জাহানারা আলমের বলে আউট হন। দলে ১১ রান যোগ হতেই আরেক ওপেনার হ্যাইলি ম্যাথুসও ১৮ রানে ফিরে যান।
ব্যাটারদের আসা-যাওয়ার পালায় দলের হাল ধরার চেষ্টা করেন সিমাইনি ক্যাম্পবেল। তিনি দলের সাথে ১০৭ বলে ৫৩ রান যোগ করেন। এছাড়া অ্যাফি ফ্লেচার ১৭ রান করেন। অন্য ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। উইন্ডিজের ইনিংস থামে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রানে।
বাংলাদেশের সালমা খাতুন ও নাহিদা আক্তার দুইটি করে উইকেট পান। একটি করে উইকেট তুলে নেন জাহানারা আলম, রিতু মনি ও রুমানা আহমেদ।