বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। নানান সমালোচনার মাঝে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পর এবার নতুন অভিযোগের মুখে পড়েছেন এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার সঙ্গে চলমান ওয়ানডে সিরিজে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ উঠেছে কোহলির বিরুদ্ধে। এর জন্য তার শাস্তিরও দাবি করছেন অনেকে।
কেপটাউনে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে বরাবরের মতো ভারতের জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান ক্রিকেটাররা। এ সময় সারিবদ্ধভাবে দাঁড়ানো ক্রিকেটারদের মধ্যে কোহলিকে চুইংগাম চাবাতে দেখা গেছে।
সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এই দৃশ্য। অভিযোগ উঠতে শুরু করেছে অবমাননার নানান অভিযোগ। ভারতের আইন অনুযায়ী বিরাটের শাস্তিও দাবি করা হয়।
টুইটারে অনেক ভারতীয় তাদের রাষ্ট্রীয় আইনের ১৯৭১ ধারা অনুযায়ী জাতীয় সংগীত অবমাননায় বিরাট কোহলির সাজা দাবি করেন। এছাড়া অনেকেই তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এমন কাণ্ডে তাঁর লজ্জিত হওয়া উচিত বলেও ক্ষোভ ঝাড়েন নেটিজেনরা।