• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে চেলসি-ভিয়ারিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০২:৪০ পিএম
চ্যাম্পিয়নস লিগের শেষ আটে চেলসি-ভিয়ারিয়াল
ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর শেষ দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি ও স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। এই জয়ে দুই দলই শেষ আটের টিকিট নিশ্চিত করেছে। লিগ ওয়ানের ক্লাব লিলের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে চেলসি। দুই লেগ মিলে চেলসির অগ্রগামিতা ৪-১ গোলের, একই ব্যবধান ভিয়ারিয়ালেরও। জুভেন্টাসের মাঠে ৩-০ গোলের জয়ে শেষ আটে উঠে গেছে তারাও। 

এদিন চেলসি ও ভিয়ারিয়ালের জয়ের সুবাদে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের কোয়ার্টার ফাইনালের শেষ আট দল নিশ্চিত হয়ে গেল। এ দুই দলের আগে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বেনফিকা ও অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ আট নিশ্চিত করেছে।

বুধবার (১৬ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠে ৩৮ মিনিটে এগিয়ে যায় লিলে। ডি-বক্সের ভিতরে হ্যান্ডবল করেন জর্জিনহো। যার সুবাদে রেফারি বাঁশি বাজিয়ে পেনাল্টির সংকেত দেন। সেই সুযোগ মিস করেননি বুরাক ইলমাজ। দলকে ১-০ তে লিড এনে দেন এই ফুটবলার। পিছিয়ে পড়েই যেন আক্রমণাত্মক হয়ে ওঠে চেলসি। বিরতির ঠিক আগ মুহুর্তে দলকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান পুলিসিচ।

দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের জন্য ২৬ মিনিট অপেক্ষা করতে হয়েছে চেলসিকে। ম্যাচের ৭১ মিনিটের মাথায় ম্যাসন মাউন্টের ক্রস থেকে আসা বলে ভলি মেরে জালের ঠিকানা খুঁজে নেন সিজার এজপিলিকুয়েতা। এতেই নিশ্চিত হয় জয় এবং কোয়ার্টারের টিকিট।
 
অন্যদিকে স্প্যানিশ ভিয়ারিয়ালের জয়টি একপ্রকার বিস্ময়ই বলা চলে। কেননা ম্যাচের সিংহভাগ সময় আধিপত্য দেখিয়েছে স্বাগতিক জুভেন্টাসই। বল দখলের লড়াই কিংবা আক্রমণের ধাঁর, সব দিকেই এগিয়ে ছিল ম্যাসিমিলানো অ্যালেগ্রির শিষ্যরা। কিন্তু কোনো গোল তো পায়নি, উল্টো ম্যাচের শেষ ১৩ মিনিটের ঝড়ে জুভেন্টাসের জালে তিন গোল করে ভিয়ারিয়াল। 

যা তাদেরকে এনে দেয় শেষ আটের টিকিট। ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জেরার্ড মোরেনো। ডি-বক্সে কোকেলিনকে ফাউল করেছিলেন ড্যানিয়েল রুগানি। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

মিনিট সাতেক পর ওপেন প্লে থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাউ তোরেস। একদম শেষ মিনিটে গিয়ে আবার পেনাল্টি পায় ভিয়ারিয়াল। এবার ডি-বক্সে হ্যান্ডবল করেন ম্যাথিয়াস ডি লিট। স্পট কিক থেকে সহজেই দলকে ৩ গোলের জয় এনে দেন আর্নোত দানজুমা।

উল্লেখ্য, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র আগামীকাল শুক্রবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হবে।

Link copied!