মাউন্ট মাউনগানুইতে দুর্দান্ত এক দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম লিডের অভিজ্ঞতা এবং মোমিনুল হক ও লিটন দাসের ঝলমলে ব্যাটিংয়ে চনমনে বাংলাদেশ শিবির। পাশাপাশি দিন শেষে মোমিনুল-লিটনের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপও রয়েছে।
২ উইকেটে ১৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিলেন মোমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। মোমিনুল ৮* ও জয় ৭০* রানে ছিলেন। তবে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটিকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি জয়। আজ আর ৮ রান যোগ করে ব্যক্তিগত ৭৮ রানে নিল ওয়েঙ্গারের শিকার হয়ে মাঠ ছাড়েন জয়। এরপর মুশফিক এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১২ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর মোমিনুলের সঙ্গে যোগ দেন লিটন দাস। এই জুটিতেই স্বস্তিকর দিন পায় বাংলাদেশ। মোমিনুল-লিটন জুটিতে ১৫৪ রান যোগ হয় বাংলাদেশের বোর্ডে। হাফ সেঞ্চুরি করে দুই ব্যাটারই সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাতে বাদ সাধেন বোল্ট। প্রথমে মোমিনুলকে এলবিডাব্লুর ফাঁদে ফেলেন কিউই এই পেসার। এরপর লিটনকে করেন টম ব্ল্যান্ডেলের গ্লাভসবন্দি।
মোমিনুলের ২৪৪ বলে করা ৮৮ রানের ইনিংসে ছিল ১২টি চারের মার। অন্যদিকে ১০ চারে সাজিয়ে ১৭৭ বলে ৮৬ রান করেন লিটন।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। লিড ৭৩ রানের। অপরাজিত আছেন ইয়াসির আলী (১১*) ও মেহেদী হাসান মিরাজ (২০*)।