দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তবে টাইগারদের অনুশীলন চলছে দুই জায়গায়, দুই ভাগে বিভক্ত হয়ে। জোহানেসবার্গে হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে ওয়ানডে দল আগেই অনুশীলনে নেমে পড়েছেন। আর টেস্ট দলের খেলোয়াড়রা অনুশীলন করছেন কেপটাউনে অবস্থিত বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনের নিজস্ব একাডেমিতে।
টেস্ট দল গতকাল সোমবার (১৪ মার্চ) প্রোটিয়া সাবেক এই ব্যাটারের প্রথম ক্লাস পান মুমিনুল হক, তাইজুল ইসলামরা। সেখানে তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে দেখা গেছে।
আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। আর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ডারবানে ৩০ মার্চ থেকে। তবে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে দুই ফরম্যাটের সব খেলোয়াড়ই আগেভাগে চলে যান দক্ষিণ আফ্রিকায়।
যেখানে ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকবেন তামিম ইকবালের নেতৃত্বাধীন দল, তখন কারস্টেনের একাডেমিতে দশ দিনের অনুশীলন ক্যাম্প করবে মুমিনুল হকের দল। পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ দলকে তিন দিন সময় দেবেন তিনি। এরপর বাকি সাত দিন টাইগার ব্যাটিং কোচ জেমি সিডন্সের অধীনে অনুশীলন করবেন খেলোয়াড়রা।
শুধু টেস্ট স্কোয়াডে থাকা ছয় খেলোয়াড় হলেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি ও নুরুল হাসান সোহান। এর বাইরে মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজা অনুশীলনের অংশ হিসেবে আছেন কারস্টেনের একাডেমিতে।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।