• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

খুলনার বাঁচা-মরার লড়াই, টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৫:৪৩ পিএম
খুলনার বাঁচা-মরার লড়াই, টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩০তম ম্যাচে আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে মাঠে নামছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। টসে জিতে কুমিল্লা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এ ম্যাচই নির্ধারিত করবে খুলনা টাইগার্স ও মিনিস্টার ঢাকার ভাগ্য। ম্যাচে খুলনা জিতে গেলে প্লে-অফ খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে ঢাকার। আবার খুলনা হেরে গেলে ঢাকার ভাগ্য খুলবে।

তবে কুমিল্লা আগেই নিশ্চিত করেছে প্লে-অফ। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় দল তারা। ফরচুন বরিশাল ২ পয়েন্ট এগিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। খুলনার অবস্থান পঞ্চম। আজকের ম্যাচেই তাদের সেরা চারে পৌঁছানোর শেষ সুযোগ।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদ:
মাহমুদুল হাসান জয়, ফাফ দু প্লেসিস (অধিনায়ক), মঈন আলি, সুনীল নারিন, মাহিদুল ইসলাম অঙ্কন, মুমিনুল হক, পারভেজ হোসেন ঈমন, নাহিদুল ইসলাম, আবু হায়দার, তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম।

খুলনা টাইগার্স একাদশ:
আন্দ্রে ফ্লেচার, ইয়াসির আলি, মুশফিকুর রহিম (অধিনায়ক), মেহেদী হাসান, জাকের আলী, সৌম্য সরকার, থিসারা পেরেরা, ফরহাদ রেজা, নাভিদ-উল-হক, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!