• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

খাগড়াছড়িতে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০৬:১৯ পিএম
খাগড়াছড়িতে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু
ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে নারী ক্রিকেটারদের প্রশিক্ষণ। এ প্রশিক্ষণ ক্যাম্প আগামী ১৫ দিনব্যাপী চলবে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২টায় এ প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

নারী ক্রিকেটের উন্নয়নের অংশ হিসেবে জেলা প্রশাসনের অর্থায়নে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এবার ৩০ জন সদস্য এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিয়েছেন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. আব্দুর আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ জুয়েল চাকমা, প্রশিক্ষক মুজাহিদুল ইসলাম চৌধুরী বাবু প্রমূখ। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!