• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রাইস্টচার্চে ইনিংস হারের মুখে বাংলাদেশ


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৮:২৫ এএম
ক্রাইস্টচার্চে ইনিংস হারের মুখে বাংলাদেশ

ক্রাইস্টচার্চে ফলোঅনে পড়ে ব্যাট করতে নেমেই সেই ছন্নছাড়া ব্যাটিংই করছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১২৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে তারা। 

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশ ২৮ ওভার ব্যাট করে ২ উইকেটে ৭৪ রানে পৌঁছেছিল। লাঞ্চ বিরতির কয়েক মিনিট আগে নাজমুল হোসেন শান্ত আউট হয়েছিলেন। প্রথম ইনিংসে পতনের পর টপ অর্ডার ব্যাটার তিনজন নিউজিল্যান্ডের পেস আক্রমণকে প্রতিহত করেছিল।

শান্ত ৩৬ বলের ইনিংসে তিনটি চার এবং একটি ছক্কা মেরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের কাছে ক্যাচ দিয়েছিলেন।

বাংলাদেশের ওপেনার শাদমান ইসলাম ও নাঈম দিনের শুরুতে পরিস্থিতি অনুকূলে রাখার চেষ্টা করেছিলেন। ৪৮ বলে ২১ রান করে কাইল জেমিসনের বলে লেগ সাইডে ক্যাচ দেওয়ার আগে শাদমান তিনটি চার মারেন। শান্ত রানের গতি দ্রুত সচল রাখার চেষ্টা চালালেও থামতে হয় ২৯ রানে।

দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৫২১ রানের জবাবে প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। বোল্ট তার নবম পাঁচ উইকেট শিকার করেছিলেন, এই সময়ে তিনি তার ৩০০ টেস্ট উইকেটও পূর্ণ করেছিলেন। টিম সাউদি তিনটি ও জেমিসন নেন দুটি উইকেট।

নুরুল হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে ৬০ রান যোগ করায় ইয়াসির আলী তার প্রথম অর্ধশতক পান। দ্বিতীয় দিনের খেলায় সেটাই ছিল বাংলাদেশের একমাত্র প্রতিরোধ।

ফলোঅন এড়ানোর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মুমিনুল আশা জাগালেও শেষ পর্যন্ত তাকে থামিয়ে দেন ওয়াগনার। ৩৭ রানে ফিরে যান তিনি। দলীয় ১২৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাট করছে বাংলাদেশ। লিটন দাস (৬*) ও নুরুল হাসান সোহান (০*) ক্রিজে আছেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!