সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে ৪ উইকেটে ৯৪ রানে ব্যাট করছিল নিউজিল্যান্ড। পঞ্চম দিনে আর মাত্র ১৩৩ রান তুলতেই ৬ উইকেট হারায় তারা। ফলে ১৯৮ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হলো।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে সারেল আরুইয়ের শত রানে (১০৮ রান) ভর করে ৩৬৪ রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কলিন ডি গ্রান্ডহোমের ১২০ ও ড্যারেল মিচেলের ৬০ রানে ভর করে ২৯৩ রানে থামে কিউইদের ইনিংস।
প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা ৫টি ও মার্কো জ্যানসেন ৪টি উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হাল ধরেন কাইল ভেরিনি। তার অনবদ্য ১৩৬ রানে ভর করে ৩৫৪ রানে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে তারা।
জবাবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২৫ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ক্রিজে অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করেন ডেভন কনওয়ে ও টম ব্লান্ডেল। কনওয়ে ৬০ রানে পঞ্চম দিন শুরু করেন। তার ইনিংস থামে ৯২ রানে। টম যোগ করেন ৪৪ রান। এই দুই ব্যাটারের বিদায়ের পর বাকিরা কেবল আসা-যাওয়ার মিছিলে ছিলেন। কেউই দলে তেমন অবদান রাখতে পারেননি।
কিউইদের ইনিংস থামে সবকয়টি উইকেট হারিয়ে ২২৭ রানে। ফলে ১৯৮ রানের বড় জয় তুলে নেয় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা, মার্কো জ্যানসেন, কেসভ মহারাজ ৩টি করে উইকেট পান। দুই ইনিংসে ৮ উইকেট ও ৪৭ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা। সিরিজ সেরা হয়েছেন ম্যাট হেনরি।
সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ইনিংস ও ২৭৬ রানে পরাজিত করেছিল নিউজিল্যান্ড।