আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপে অংশ নিতে টাইগ্রেসরা ৩ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ে। সেখানে পৌঁছে গতকাল সোমবার বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টাইন শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
কোয়ারেন্টাইন শেষে করোনার নেগেটিভের সনদ পাওয়ায় আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) থেকে অনুশীলনে মাঠে ফিরেছে জাহানারা আলম, সালমা খাতুনরা। অকল্যান্ডে আগামীকাল বুধবার পর্যন্ত অনুশীলন করে দল চলে যাবে সোজা নেলসনে। সেখানে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পের পরদিন বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ে অংশ নেবেন নারী দলের ক্রিকেটাররা।
আগামী মার্চের ৪ তারিখ শুরু হতে যাওয়া নারীদের এই বিশ্বকাপের পরদিন (৫ মার্চ) বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এরপর টাইগ্রেসদের পরের ম্যাচ ১৪ মার্চ, প্রতিপক্ষ পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ, ভারত নারী দলের বিপক্ষে ম্যাচ যথাক্রমে ১৮ ও ২২ মার্চ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দল লড়বে ২৫ মার্চ অস্ট্রেলিয়ার মেয়েদের বিপক্ষে।
এদিকে বাংলাদেশ নারী দল দেশ ছাড়ার আগে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া এক খেলোয়াড়সহ দলের তিন সদস্যের করোনা পরীক্ষায় ফল গতকাল সোমবার নেগেটিভ এসেছে। তাই আজ নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমান ধরবে তার। তবে সরাসরি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। নিউজিল্যান্ডে পৌঁছে তাদেরও ১০ দিন আইসোলেশনে থাকতে হবে।